মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেয়ার দাবিকে সমর্থন বিজেপি এমপি’র

hindu

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার বিষয়ে হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনার দাবিকে সমর্থন জানালেন বিজেপি এমপি স্বাক্ষী মহারাজ। তিনি বলেছেন, ‘তোষণের রাজনীতি দেশের সর্বনাশ করে দিচ্ছে। এখন দেশে মোদি যুগ এসেছে। এজন্য তোষণের রাজনীতি এখন আর চলবে না।’

তিনি বলেন, ‘দেশে এক সম্প্রদায়ের মেয়েদের স্কলারশিপ দেয়া হয়। কিন্ত হিন্দুদের মন্দিরে ট্যাক্স আরোপ করা হয়।’ স্বাক্ষী মহারাজ শিবসেনা এমপি সঞ্জয় রাউত দলীয় মুখপত্র ‘সামনা’য় মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার যে দাবি করেছেন, তার সঙ্গে সহমত পোষণ করেছেন।

এছাড়া, হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট স্বাধী দেবা ঠাকুর মুসলিম এবং খ্রিস্টানদের জনসংখ্যা কমাতে যে বাধ্যতামূলকভাবে বন্ধাকরণ করানোর যে দাবি করেছেন দাবি করেছেন তাও সমর্থন করেছেন।

তিনি বলেছেন, ‘পরিবার নিয়ন্ত্রণের জন্য এমন কড়া আইন তৈরি করা প্রয়োজন যা সবাইকে পালন করতে হবে এবং এই আইনকে যারা না মেনে চলবে তাদের শাস্তিস্বরূপ ভোটাধিকার কেড়ে নেয়ার ব্যবস্থা রাখতে হবে।’

তার দাবি, ‘আমারা চারটি সন্তান জন্ম দেয়ার কথা বললেই বিতর্ক শুরু হয়। এবার চার বিবি এবং চল্লিশ সন্তান জন্ম দেয়ার প্রথা বন্ধ করতে আইনের ব্যবস্থা করতে হবে।’

এদিকে, শিবসেনা ভোটাধিকার কেড়ে নেয়ার যে দাবি করেছে সেই প্রসঙ্গে বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন বলেছেন, ‘সংবিধানে সব ধর্মের মানুষকেই ভোটাধিকার দেয়া হয়েছে। ভোটাধিকার থেকে কেউ কাউকে বঞ্চিত করতে পারে না।’-আইআরআইবি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন