রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

fec-image

রাঙামাটি সদরের দূর্গম বন্দুক ভাঙ্গা ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। নিহতের নাম সুমন চাকমা(৩৫)।

বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বন্দুক ভাঙ্গা ইউনিয়নের উলুছড়ি এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়নের উলুছড়ি এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা (জেএসএস সংস্কার) গ্রুফের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাথে বন্ধুক যুদ্ধের ঘটনা ঘটে।।

এসময় সংস্কারপন্থিদের গুলিতে ইউপিডিএফ কর্মী সুমন চাকমা নিহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গেছে যৌথবাহিনীর একটি দল। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ দু’সংগঠনের নেতারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল ইসলাম রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলের দিকে রওনা দিয়েছে। এলাকাটা বেশ দুর্গম তাই লাশ উদ্দার করতে হয় সময় লাগবে। তদন্তের পর ঘটনার বিস্তারিত বিবরণ জানা যাবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, নিহত, রাঙ্গামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন