রাঙামাটিতে ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার

fec-image

গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রলীগের শীর্ষ ৬ ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মঙ্গলবার (০৪ফেব্রুয়ারী) দিনগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃতরা হলেন- রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সাইফুল আলম রাশেদ, রুপম দাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, মঈন উদ্দিন শাকিল, দপ্তর সম্পাদক নুর আলম এবং উপ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাধীন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন, গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রলীগের ৬ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে এ সিন্ধান্ত বলবৎ থাকবে বলে যোগ করেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ, বহিষ্কার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন