রাঙ্গামাটিতে অধিকারের নির্যাতন বিরোধী সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি:
দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ নির্যাতন-নিপীড়ন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে কনভেনশনের অপশনাল প্রটোকল দ্রুত অনুস্বাক্ষর করে এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহবান জানানো হয়েছে। শনিবার রাঙ্গামাটিতে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে নির্যাতন বিরোধী কনভেনশনের অপশনাল প্রটোকল অনুমোদন এবং নির্যাতন প্রতিরোধে গণসচেতনতামূলক কর্মসূচীর আলোকে রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহবান জানান।

ঢাকা কনভেনশন এগেইনস্ট টর্চার (ক্যাট) কমিটির আহবায়ক গৌতম দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মানবাধিকার সংগঠন অধিকারের প্রোগ্রাম সমন্বয়ক সাজ্জাদ হোসেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, জেলা আইনজীবি সমিতির সভাপতি পরিতোষ কুমার দত্ত, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ।
সভায় জানানো হয় মানবাধিকার রক্ষার্থে বাংলাদেশ বিভিন্ন আর্ন্তজাতিক সনদে অনুসমর্থনকারী রাষ্ট্র হওয়া সত্তে¡ও নির্যাতন-নিপীড়ন বিচারবহির্ভূত হত্যাকান্ডসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলেছে। নির্যাতনের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করার উপর জোড় দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন