রাজস্থলীতে দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পূর্ণ


কর্ণফূলী নদীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্যে দিয়ে রাঙামাটি রাজস্থলী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গোৎসবের পরিসমাপ্তি ঘটেছে।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার ৪টি মন্দিরের সনাতন ধর্মালম্বীরা ঢোলের তালে তালে দেবী দুর্গার বিসর্জনে অংশ নেন।
দুর্গা বিসর্জন দেওয়ার আগে গাড়িবহর নিয়ে বাজার পাড়া মহল্লায় ঘুরে আনন্দ উল্লাস করেন ভক্তরা এবং বিদায় লগ্নে দেবী দুর্গার আরাধনায় মগ্ন হয়।
দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজস্থলীতে গত ২৮ সেপ্টেম্বর হতে ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনা করা হয়। পূজোর পুরো সময় স্থানীয় প্রশাসনের নিরাপত্তা জোরদার ছিল। যে কারণে অন্যান্য বারের মতো এ বছরেও সনাতন ধর্মাবলম্বীর পাশাপাশি পার্বত্যাঞ্চলের অন্যান্য সম্প্রদায়ের লোকজন এ উৎসবে সাড়ম্বরে আনন্দ উপভোগ করেছে।