রাজস্থলী উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী

Rajosthali Chairmen Thoai soi khoi marma

স্টাফ রিপোর্টার :

উপজেলা পরিষদের নির্বাচনের ৫ম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী রাজস্থলীর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন লাভ করলেন উপজেলা বিএনপি সদস্য ও বর্তমান রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই সু খই মারমা।

বুধবার উপজেলা বিএনপি’র উদ্যোগে গণমিলনায়তনে আসন্ন ৩১ মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে একক প্রার্থী নির্ধারণের উদ্দেশ্যে উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে মোট কাউন্সিলর ৪৬ জন ভোটারের মধ্যে ৩০জন ভোটারের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে থোয়াইসুইখই মারমা দলের সমর্থন লাভ করেন। এতে উপজেলা বিএনপি সদস্য ও ৩২৮ নং পোয়াইতু মৌজা হেডম্যান উথিনসিন মারমা ১৪ ভোট পেয়ে পরাজিত হন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহআলম, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ন সাধারন সম্পাদক দীপেন তালুকদার, জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা জাসাসের সাধারণ সম্পাদক আবুল হোসেন বালী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাহিদুল আলম, সিনিয়র সহসভাপতি মহব্বত আলী, সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, দীপময় তালুকদার, সাধারণ সম্পাদক চাথোয়াইপ্রু মারমাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিকে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম বলেন, বেগম জিয়ার নির্দেশ মোতাবেক দলের মধ্যে কোনো বিদ্রোহী প্রার্থী হতে পারবেনা। যদিও বা কেউ বিদ্রোহী প্রার্থী হয় বা হওয়ার চেষ্ঠা করে তাকে সাথে সাথে দল থেকে শৃংখলা ভঙ্গের দায়ে বহিস্কারের করার জন্য দলীয় চেয়ারপার্সনের কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। তাই নির্বাচিত একক প্রার্থীকে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে জয় লাভ করার লক্ষে দলের সকল নেতাকর্মীদের ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপি’র প্রার্থীর জন্য ভোট প্রার্থনার আহবান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন