রামগড়ে দুস্থদের মাঝে বন্ধন সমবায় সমিতির ত্রাণ বিতরণ

fec-image

করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বন্ধন সমবায় সমিতি নামে রামগড়ের একটি সামাজিক সংগঠন।

সোমবার (২৭ এপ্রিল) সংগঠনটির উদ্যোগে ১০০টি কর্মহীন দরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সংগঠনের নিজস্ব তহবিল ও সদস্যদের দেয়া অর্থ ব্যয় করে জনপ্রতি ৮ কেজি চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল, পেঁয়াজ, এক কেজি ছোলা, আধা লিটার ভোজ্য তেল ও একটি সাবান বিতরণ করা হয়।

সংগঠনটির সদস্য চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, ব্যাংকার ওসমান গণি, ব্যবসায়ি ফয়েজ আহমেদ ডিপটি ও মো. গিয়াস উদ্দিন বন্ধন সমবায় সমিতির পক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ত্রাণ বিতরণ, সমবায় সমিতির
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন