রামুতে ইভটিজিংকালে শিক্ষকের হাতে আটক বখাটের ১ বছরের জেল

Ramu Pic (3)  05.08

নিজস্ব প্রতিনিধি:
রামুতে স্কুল ছাত্রীকে ইভটিজিং করার ধৃত বখাটেকে এক বছরের সাজা (কারাদণ্ড) দিয়েয়ে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রামু উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি মো. মাহবুবুল করিম এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত বখাটে মোঃ রাশেদ (২০) রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দক্ষিণ রাজারকুল এলাকার হাজী আলী হোসেনের ছেলে।

এর আগে গতকাল বুধবার (৫ আগস্ট) দুপুরে রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের একদল শিক্ষক ছাত্রীদের ইভটিজিংকালে ওই যুবককে হাতেনাতে ধরে রামু থানায় সোপর্দ করে।

রামু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম জানান, প্রতিদিন বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময়ে বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিলো বখাটে মোঃ রাশেদ। ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিদ্যালয় ছুটির পরে চৌমুহনী চত্তরে আরো কয়েকজন শিক্ষক সহ আড়ালে ওৎপেতে থাকেন তিনি।

দুপুর ২টা ১০মিনিটে গাড়িতে উঠার পরে বখাটে রাশেদ বাড়ি ফেরা ছাত্রীদের উত্যক্ত করার সময়ে হাতেনাতে তাকে ধরে ফেলেন শিক্ষকরা। পরে ইভটিজিং এর অভিযোগে বখাটে মোঃ রাসেদকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিদ্যালয়ের শিক্ষকরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন