রামুতে চেয়ারম্যান প্রার্থী রিয়াজুলের উপর হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

রামু

প্রেস বিজ্ঞপ্তি :

রামু উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজউল আলমের নির্বাচনী গাড়ি বহরে বোমা ও গাড়ী ভাংচুরের ঘটনায় নিন্দা ও অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে ১১টি ইউনিয়নের দলীয় নেতাকর্মী, মোটর সাইকেল মার্কার কর্মী সমর্থকরা।

তারা অভিযোগ করে বলেন, রামুর উন্নয়নের স্বার্থে সরকার দলীয় প্রার্থী রিয়াজুল আলমের মোটর সাইকেল প্রতীককে বিজয়ী করতে উপজেলার সর্বস্তরের জনগন যখন দলমত নির্বিশেষে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে- ঠিক সেই মুহুর্তে বিএনপি প্রার্থীর সন্ত্রাসী সমর্থক তথা দুর্বৃত্তরা রামু উন্নয়ন ব্যহত করতে চেয়ারম্যান প্রার্থী রিয়াজুলকে প্রাননাশের উদ্দেশ্যে গাড়ীর বহরে এ হামলা চালিয়েছে।

উল্লেখ্য শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রামু চৌমুহনী বাস স্টেশনের শেষ নির্বাচনী সভা শেষে সন্ধ্যায় ঈদগড়ে পথসভায় যাওয়ার পথে রামু রশিদ নগর পানের ছড়া নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় মহাসড়কে একদল সন্ত্রাসী অতর্কিত ককটেল নিক্ষেপ ও গাড়ী ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজুলের মাথায় মারাত্মক জখমসহ তার ৭/৮ জন সহযোগী গুরুতর আহত হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন