রামুতে সড়ক দূর্ঘটনায় আহত ৭

ramu pic microbus 11.6.14

রামু প্রতিনিধি:

রামু উপজেলায় গরুকে বাঁচাতে গিয়ে দূর্ঘটনা কবলিত হয়েছে যাত্রীবাহী মাইক্রোবাস। এতে গাড়িটির চালক, সহকারি এবং যাত্রীসহ ৭ জন আহত হয়েছে। দূর্ঘটনার শিকার গরুটিও ঘটনাস্থলে মারা গেছে। বুধবার (১১ জুন) রাত সাড়ে আটটায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় আহত মাইক্রোবাস যাত্রী রামুর উমখালী এলাকার বাসিন্দা আবদুল আজিজ জানিয়েছেন, কক্সবাজারমুখি মাইক্রোবাসের (চট্টমেট্টো-চ ১১-৩৬৮৭) সামনে হঠাৎ একটি গরু এসে পড়লে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় গরুটির সাথে ধাক্কা লাগে এবং গাড়িটি সড়কের পার্শ্ববর্তী গাছের উপর পড়ে যায়। এতে গাড়িটির ৫ জন যাত্রী, চালক জুবাইর এবং সহকারি (হেল্পার) সহ ৭ জন আহত হন। এদের মধ্যে চালকসহ দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

দূর্ঘটনায় মাইক্রোবাসটিও দুমড়-মুচড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। রামু থানার সেকেন্ড অফিসার ফৌজুল আজিম ঘটনাস্থলে যান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন