রামুর ঘটনায় নাইক্ষংছড়ি উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

cr-Tofael nailoncori

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার বৌদ্ধ বিহার ও বসতিতে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা তোফায়েল আহমদকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। তোফায়েল আহমদকে ৪ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

তোফায়েল আহমেদকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। অন্যদিকে তোফায়েল আহমেদের পক্ষে অংশ নেন তার আইনজীবী মকবুল হোসেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুর বৌদ্ধবিহার ও বসতিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় দায়েরকৃত মোট ১৯ মামলার মধ্যে কয়েকটি মামলার আসামী তোফায়েল আহমদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন