রামু উখিয়ার ঘোনা খাল খনন কাজ পরির্দশনে উপজেলা চেয়ারম্যান- রিয়াজ উল আলম

reaz ul ramu pic (1)

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়া ঘোনা খাল খনন কাজ বৃহস্পতিবার পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম।

এ সময় বিএডিসি কক্সবাজারের সহকারি প্রকৌশলী ডালিম কুমার মজুমদার, বিএডিসি কক্সবাজার জোনের গুদাম রক্ষক ও মাঠ পর্যবেক্ষক অমূল্য বড়ুয়া, যুবলীগ নেতা নবীউল হক আরকান, কাউয়ারখোপ যুবলীগের সভাপতি তারেক আহমদ ও সমাজ কর্মী সুলতান ম্যানেজারসহ এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘বর্ষা মৌসুমে এই বৃহৎ এলাকার জলাবদ্ধতা নিরসনে উখিয়ার ঘোনা খাল দিয়ে অবাধে পানি চলাচলের পথ সুগম করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রামু উপজেলায় ২৫টি প্রকল্পের অংশ হিসেবে এ উখিয়ার ঘোনা খাল খননের কাজ চালিয়ে যাচ্ছে। তিনি এ খালের ৪ কিলোমিটার খনন কাজের সার্বিক পরিস্থিতি ও অগ্রগতি তদারকি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন