রোনালদো যে কারণে ট্রলের শিকার হচ্ছেন!

fec-image

ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসের ক্লাব ২০ কোটি ইউরোর বেশি খরচ করে সিআরসেভেনের সঙ্গে ‍চুক্তিবদ্ধ হয়েছেন।

অথচ রোনালদো ভুলেই গেলেন কোন দেশের ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ হলেন তিনি! ক্রিস্টিয়ানো রোনালদোর ‘স্লিপ অব টাং’ বিস্মিত করলো তার ভক্তদের।  এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) মরসুল পার্ক স্টেডিয়ামে পরিচিতি অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলন করেন রোনালদো। সেই সংবাদ সম্মেলনেই ভুল করে বসেন সিআরসেভেন। তার এই ভুলে পুরো সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। অদ্ভুতভাবে সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে গুলিয়ে ফেলেন রোনালদো। তিনি বলেন, ‘সাউথ আফ্রিকা (সৌদি আরব হবে ) আসাটা আমার ক্যারিয়ারের শেষ নয়। কথা বলতে গিয়ে লোকেরা কী বলছে— সেটা নিয়ে আমি একদমই চিন্তিত নই।’

রোনালদোর ‘সাউথ আফ্রিকা’ শব্দ দুটি হাসির পাত্র বানিয়েছে । ফুটবল ইনডেক্স ৮ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে লিখেছে, ‘রোনালদো মনে করেন, তিনি সাউথ আফ্রিকায়।’ এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোকে ২০ কোটি ডলার দেওয়া হয়েছে— মূলত এটা বলতে যে, তিনি সাউথ আফ্রিকায় খেলবেন বলে রোমাঞ্চিত।’

এত বড় ভুল করেও খেয়াল করেননি রোনালদো। এমনকি ভুলের পর অস্বস্তি প্রকাশ করতে দেখা যায়নি। ইউরোপে অনেক রেকর্ডের ভাগিদার সৌদিতে রেকর্ড গড়তে এসেছেন বলেই সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘এই চুক্তি অনন্য। কারণ, আমি একজন অনন্য খেলোয়াড়। এটা আমার জন্য স্বাভাবিক বিষয়। ওখানে (ইউরোপে) আমি সব রেকর্ড ভেঙেছি এবং এখানেও কিছু ভাঙতে চাই। এখানে জিততে এসেছি, এসেছি উপভোগ করতে। দেশটির সাফল্য ও সংস্কৃতির অংশ হতে চাই।’

এর আগে আল-নাসের সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হলো ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ক্লাবটির স্টেডিয়াম এম রাসুলে প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতিতে হাজির হন পর্তুগিজ মহাতারকা। টানেল থেকে বের হওয়ার আগেই ‘রোনালদো, রোনালদো’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে চারপাশ। রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবের সমর্থকরা অধীর আগ্রহে দিন গুনছিলেন, কবে তাকে দেখতে পাবেন। সেই অপেক্ষা ফুরিয়েছে তাদের।

অতঃপর আল-নাসেরের জার্সি গায়ে সমর্থকদের সামনে হাজির হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘রোনালদো, রোনালদো’ ধ্বনিতে কেঁপে উঠছিল আল-নাসেরের স্টেডিয়ামের চারপাশ। সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তাদের ক্লাবে খেলতে এসেছেন— এটি বিশ্বাস করতেও যেন কষ্ট হচ্ছিল অনেকের। রোনালদো আবেগ আপ্লুত হয়ে জবাব দিয়েছেন, ‘আমি আল-নাসেরের খেলোয়াড় হতে পেরে গর্বিত। আমি সৌদি আরবের মানুষের জন্য কাজ করতে চাই।’

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন