র‌্যাব-বিজিবি প্রহরায় বান্দরবানে পৌঁছল নির্বাচনী সরঞ্জাম

images16

স্টাফ রিপোর্টার : 

র‌্যাব-বিজিবির ব্যাপক নিরাপত্তায় দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য ব্যালটসহ সকল সরঞ্জাম বান্দরবানে পৌঁছেছে। শুক্রবার রাতে জেলা নির্বাচন কার্যালয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ প্রহরায় নির্বাচনী সামগ্রী গাড়ি থেকে নামিয়ে বান্দরবান রিটানিং অফিসার কেএম তারিকুল ইসলামের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

বান্দরবান জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, জেলার ১৬৩ কেন্দ্রের ৫৯৪টি বুথের নির্দিষ্ট পরিমান ব্যালট পেপার, অমোচনীয় কালি, সীল, মার্কার কলম, স্টাম্প প্যাড ইত্যাদি নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। কয়েক দিনের মধ্য উপজেলা নির্বাচন অফিসে পৌঁছানো হবে।  

জেলার দুর্গম এলাকার সড়ক ও নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন ১৩টি ভোটকেন্দ্র সেনা বাহিনীর হেলিকপ্টার ব্যবহার সিন্ধান্ত নিয়েছে জেলা রির্টানিং অফিসার। হেলিকপ্টার যোগে এসব এলাকায় প্রিসাইডিং-সহকারী প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, স্বচ্ছ ব্যালট বক্স এবং ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম হেলিকপ্টার যোগে পৌঁছানো হবে বলে আব্দুল লতিফ শেখ জানান।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বান্দরবান জেলায় ৩লাখ ৭৮হাজার ৪০ জন অধিবাসীর মধ্য পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ২৪৭জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৩ হাজার ৫৬৩ জন মিলিয়ে ২লাখ ১৬ হাজার ৭৯০ জন। ১৬৩টি কেন্দ্রে ১৬৩জন প্রিসাইডিং অফিসার, ৫৯৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১১৪৪ জন পোলিং অফিসার নির্বাচনী কাজে অংশ গ্রহণ করবে। এছাড়া আইন শৃংখলা বাহিনীর কয়েক হাজার সদস্য নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন