লামায় আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

লামা প্রতিনিধি:
বান্দরবানের লামায় আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা কমান্ডেন্ট মো. সেলিমুজ্জামান। গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের সোলেমান বাজার আনসার ভিডিপি ক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নেত্রকোনা জেলার সহকারি আনসার ভিডিপি কম্যান্ডেন্ট আশ্রাফুল অলম। বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলার সহকারি আনসার ভিডিপি কম্যান্ডেন্ট মোঃ ফারুখ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার নাজিমুদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সেলিমুজ্জামান বলেন, বর্তমান সরকার গ্রামীন জনগোষ্ঠির ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসুচী বাস্তবায়ন করছে। তাই এসব যথাযথ কাজে লাগিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। তবেই সফলতা বয়ে আসবে। অনুষ্ঠানে ২৬৪ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। শেষে সফলতা অর্জনকারী ১২ জন স্দস্য-সদস্যাকে পুরস্কৃত এবং সকল সদস্য-সদস্যের মাঝে বেতন-ভাতা বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন