শরীর ও মন সুস্থ রাখার জন্য পরিচ্ছন্ন পরিবেশে থাকতে হবে

18718233_1309603609146833_1263070387_n copy

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথির বক্ত্যবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, “শুধু লেখাপড়া করলেই চলবেনা, পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখার জন্য স্বাস্থ্য বিষয়ক শিক্ষার প্রতি সচেতন হতে হবে। দৈহিক রোগব্যাধি থেকে মুক্ত থাকতে হলে দেহকে পরিচ্ছন্ন রাখতে হয়। কাপড়-চোপড় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হয়। পরিস্কার পরিচ্ছন্ন খাবার খেতে হয়। পাশাপাশি পরিস্কার রাখতে হবে বাড়ির আঙিনা থেকে শুরু করে বিদ্যালয়ের আঙিনা। আজকে থেকে সকলকে নিজ থেকেই পরিচ্ছন্ন কাজে অংশ নিতে হবে।

বৃহস্পতিবার বিদ্যালয়ে পরিচ্ছন্ন অভিযানে ছাত্রছাত্রী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মো. মাহফুজুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমা।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো বিদ্যালয় পরিচ্ছন্ন কাজে অংশ নেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন