‘শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে’

fec-image

জাতির শ্রেষ্ঠ সন্তান যারা শহীদ হয়েছে তাদেরকে মনে রাখতে হবে, না হলে আজকে যারা বুদ্ধিজীবী তার উৎসাহ পাবে না। একটি দিবস পালন করা শুধুমাত্র এই না, যে ঐ দিবসে কি ঘটেছিল তা তুলে ধরা, আসলে একটি দিবস পালন করা হয়, এর মাধ্যমে একটি উৎসাহ তৈরী হয় এবং পাশাপাশি একটি স্বীকৃতিও তৈরী হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ এম আব্দুল আলী মঞ্চে স্বাধীনতার ঊষালগ্নে জাতির সূর্যসন্তানদের হারানোর বিষাদময় দিন ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।

তারা বলেন, আমাদের আত্নজিজ্ঞাসার সময় এসেছে, আমাদের উপলব্দির সময় এসেছে, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

এ সময় আলোচনা সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, মুক্তিযোদ্ধা কমাণ্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে প্রমূখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: শহীদ বুদ্ধিজীবী দিবস, স্বাধীনতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন