মাটিরাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযা‌পিত

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর ) সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহ‌ফি‌লে মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বি‌শেষ মোনাজাত করা হয়।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুুমায়ুন মোরশেদ খাঁন।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল বণিক, উপজেলা যুবলীগের সভাপতি মো. রাকিব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবুল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অ‌তি‌থির বক্তব্যে এম হুুমায়ুন মোরশেদ খাঁন বলেন, ‌‌‘মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় রাজকার, আলবদর ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। কিন্তু ষড়যন্ত্রকারীরা যে লক্ষ্যে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদের সেই দুঃস্বপ্ন বাস্তবায়িত হয়নি। বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগযোগ, কৃষি, প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ’

সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. হারুন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ডিসেম্বরে চূড়ান্ত বিজয়ের দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে এ দেশের মেধাবী সন্তানদের হত্যা করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা, শহীদ বুদ্ধিজীবী দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন