সন্ধার পরে শিক্ষার্থীরা থাকবে পড়ার টেবিলে: পানছড়ির ওসি আনচারুল

fec-image

সন্ধার পরে শিক্ষার্থীরা থাকবে পড়ার টেবিলে। বাজার অথবা পাড়ার চায়ের দোকানে সন্ধার পরে যাতে কাউকে দেখা না যায়। শিক্ষার্থীদের প্রতি সহানুভূতির সহীত এমন উপদেশমূলক কথা প্রচার করছেন পানছড়ি থানার ওসি মো. আনচারুল করিম।

পাশাপশি ইয়াবা, মদ, গাঁজা, জুয়া, ইভটিজিংয়ে যারা জড়িত তাদের জন্যও কড়া হুশিয়ারি দয়েছেন তিনি। মসজিদ ভিত্তিক আলোচনায় ওসির এসব উদ্যোগ পানছড়িতে এখন প্রশংসায় পঞ্চমুখ। প্রতি শুক্রবার তিনি ছুটে যাচ্ছেন একেক মসজিদে। পাশাপাশি ছুটে যাচ্ছেন বিহার ও মন্দিরে। এসব বানী পৌঁছে দেয়ার পাশাপাশি ইয়াবাকারবারীকে আটক,  মোবাইল কোর্টে সাজা দিয়ে পাঠিয়েছে কারাগারে আর কিছু কিছু শিক্ষার্থীকে করা হয়েছে মৌখিক হুশিয়ারি। এতে স্ব:স্তির কথা জানালেন অভিভাবকরা।

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ ও উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল বলেন, ওসি সাহেবের উদ্যেগটি একটি মহতি উদ্যেগ। যে ভুমিকা অভিভাবকের পালন করার কথা সেটা করছেন ওসি সাহেব। এই যুগোপযোগী পদক্ষেপটি চলমান রাখার কথা জানান তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন