‘সমঅধিকার টিকিয়ে রাখতে ওয়াদুদ ভুঁইয়ার কোনো অবদান নেই’

32088_111026358943880_4838019_a

পার্বত্য নিউজ ডেস্ক:
‘সমঅধিকার টিকিয়ে রাকতে ওয়াদুদ ভুঁইয়ার কোনো অবদান নেই। তাই পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসাবে বিতর্কিত বিএনপি দলীয় ব্যাক্তি বিশেষের নাম প্রচার না করার জন্য সংগঠনের একাংশের কেন্দ্রীয় সভাপতি মশিউল আলম হুমায়ূন, মহাসচিব মনিরুজ্জামান মনির, শীর্ষনেতা  জাহাঙ্গির কামাল, মুক্তিযোদ্ধা সেলিম চৌধুরী, মো. আনোয়ারুল্লাহ, আঃ রহমান মানিক ও নারীনেত্রী রওশনআরা সুরমা প্রচার মাধ্যমগুলোর প্রতি অনুরোধ করেছেন।
গতকাল ঢাকায় সমঅধিকার একাংশের মহাসচিব মনিরুজ্জামান মনির স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘বিগত ৩ যুগ যাবত যারা পাহাড়ে সমঅধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের মধ্য থেকে ১৫ জন শীর্ষনেতাকে নিযে ২০০৪ সালে সমঅধিকার আন্দোলনের জন্ম হয। ওয়াদুদ ভূঁইয়া দলীয় ব্যক্তি হওয়াতে গঠনতন্ত্র মোতাবেক সে কখনোই এই সংগঠনের কোনপদে স্থান পায়নি। তাছাড়া, বিএনপি সরকারে থাকাকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান পদে থেকে দুর্নীতির জন্য ম্যাডাম খালেদা জিয়া ওয়াদুদকে অপসারনের উদ্যোগ নিযেছিলেন। সেদিনও গদি বাঁচানোর জন্য সমঅধিকার আন্দোলনকে তারা ব্যবহার করতে চেয়েছিলেন।’
 
বিবৃতিতে বলা হয়, ‘বিগত তত্বাবধায়ক সরকারের আমলে ১/১১Ñএ দুর্নীতির জন্য ওদুদ ভুইয়া আটক হয়। তখনো সমঅধিকার আন্দোলনের নেতা কর্মীরা নিজ অর্থ দিয়ে সংগঠনকে সচল রেখে ছিলেন এবং আজও তারাই সমঅধিকারকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য, ওদুদ ভ’ইয়ার কোন অবদান নাই। তাছাড়া, গত চার বছর যাবত উন্নয়ন বোর্ডের কোন ঠিকাদারি কাজে সমঅধিকার আন্দোলনের কেউই জড়িত নয়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘যারা ৩ কোটি টাকা ব্যাংকে রেখে এখন ৬ কোটি টাকা পেয়েছেন, খাগড়াছড়ি ও ছাগলনাইয়ায় কোটি টাকার প্রাসাদ বানিযেছেন, ইগড গাড়ি হাকাচ্ছেন, সাত বছর পার্বত্যবাসি বাঙ্গালিদের পাশে ছিলেন না, তারাই এখন সমঅধিকার আন্দোলনের বিরুদ্ধে কুংসা রটাচ্ছেন। আগামি নির্বাচনে পাহাড়ের বাঙ্গালিরা এসব বসন্তের কোকিলদেরকে অবশ্যই বর্জন ও প্রত্যাখান করবে।’

খাগড়াছড়িতে পরিবহন ধর্মঘটে সমঅধিকারের সমর্থন
একই বিবৃতিতে সমঅধিকার নেতৃবৃন্দ,  খাগড়াছড়ি জেলায় ৩ জুলাই থেকে অবিরাম পরিবহন ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে উপজাতীয সন্ত্রাসীদের চাদাবাজী ও রাষ্ট্রদ্রোহী সশস্ত্র সন্ত্রাস বদ্ধের দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন। তারা পরিবহন মালিক ও শ্রমিকদের ৮ দফা দাবির প্রতিও একাত্মতা জানান।
উল্লেখ্য, দুই দিন আগেই এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন