সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ, সম্পাদক বলরাম

fec-image

পর্যটন নগরীর মাঠ পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজারের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আগামী ২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ অনুমোদন করেন নির্বাচন পরিচালনা কমিটি।

উপদেষ্টা কমিটি হলো—দৈনিক সৈকত সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক দৈনিক সকালের কক্সবাজার সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজে’র সদস্য, কক্সবাজার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক শফি উল্লাহ শফি ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সভাপতি এইচএম নজরুল ইসলাম।

সাংবাদিক সংসদ কক্সবাজার’র নবগঠিত কার্যকরী কমিটি হলো—সভাপতি এম.এ আজিজ রাসেল (সিবিএন, দৈনিক কক্সবাজার বার্তা), সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম (দৈনিক আমার সময়, বাংলাদেশ বেতার), সহ-সভাপতি এসএম ছৈয়দুল্লাহ আজাদ (দৈনিক রূপালী সৈকত), সেলিম উদ্দিন (দৈনিক পূর্বদেশ, দৈনিক আজকের দেশবিদেশ), আমান উল্লাহ (দৈনিক সৈকত), সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম (দৈনিক ইনানী, চট্টগ্রাম প্রতিদিন ও প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ (আমার বাংলা, দৈনিক আমাদের কক্সবাজার), সহ-সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ (ডেইলি স্টেট ও দৈনিক দিনপ্রতিদিন), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্ (দৈনিক কক্সবাজার বার্তা), সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক সিকদার, অর্থ সম্পাদক শিপন পাল (দৈনিক কক্সবাজার, আমার সময়), সহ-অর্থ সম্পাদক এমএ সাত্তার (চট্টগ্রাম ট্রিবিউন), দপ্তর সম্পাদক জিকির উল্লাহ জিকু (দৈনিক আজকের দেশবিদেশ, কক্সবাজার ভয়েস), প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল (বিচ টিভি), ক্রীড়া সম্পাদক আমিনুল কবির (কক্সবাজার আলো), পাঠাগার ও প্রযুক্তি সম্পাদক অসীম দাশ (ডেইলি আওয়ার টাইম, বাংলাদেশ বিজনেস), মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা সিরাজ (কোহেলিয়া টিভি), সহ মহিলা সম্পাদক জান্নাতুন নেহা (সিবিএন), নির্বাহী সদস্য যথাক্রমে- আবুল কাশেম (টিটিএন, দৈনিক আজকের পত্রিকা, সাঙ্গু), জাহাঙ্গীর আলম (চ্যানেল ইনানী), নুর মোহাম্মদ সিকদার (কক্সমর্নিং, একাত্তর সংবাদ), আনিস নাঈমুল হক (দৈনিক ইনানী) ও কফিল উদ্দিন (দৈনিক খোলা কাগজ)। উক্ত কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন