সাব্রুমে বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠক

Ramgarh pic 21রামগড় প্রতিনিধি:

ভারতের দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে আজ শনিবার বিজিবি ও বিএসএফের নোডাল অফিসার পর্যায়ে এক সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সময় সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে।

বৈঠকে রাঙামাটির মারিশ্যা, কাপ্তাই, বান্দবানের রুমা ও খাগড়াছড়ির বাবুছড়া ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, চোরাচালান, অবৈধ পারাপার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, খাগড়াছড়ির বাবুছড়ায় নতুন স্থাপিত বিজিবি ব্যাটালিয়নের কার্যক্রম বিষয়ে বিপরীত সীমান্তের বিএসএফকে অবহিত ও সমন্বয় সাধনই মূখ্য বিষয় ছিল বৈঠকে।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় বিজিবির দক্ষিণ পূর্বাঞ্চলীয় রিজিয়নের পরিচালক(অপারেশন) লে. কর্নেল তৌহিদুল ইসলাম পিএসসি, জি’র নেতৃত্বে ৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দল রামগড় সীমান্ত দিয়ে সাব্রুমে যান। দলের অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন, বাবুছড়ার ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল কামাল আহম্মদ, মারিশ্যার(বাঘাইছড়ি) ৫৪ ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মাহমুদ উন নবী, কাপ্তাইর ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাব্বির আশরার শাফায়াত, রুমার ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মহসিনুল হক কবির ও রামগড় ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাহ আলম।

সাব্রুম পঞ্চায়েত মিলনায়তনে অনুষ্ঠিত এ সীমান্ত সন্মেলনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রতিনিধিত্ব করেন ত্রিপুরা মিজোরাম রিজিয়নের নোডাল অফিসার বিএস রাওয়াত। বিকেল সাড়ে ৪টায় বৈঠক শেষে দেশে ফিরে বিজিবি প্রতিনিধি দলের প্রধান লে. কর্নেল তৌহিদুল ইসলাম পিএসসি, জি সাংবাদিকদের কাছে বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু বলেন, বৈঠকটি ছিল সৌজন্যমূলক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন