সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

fec-image

খাগড়াছড়ির লক্ষীছড়িতে ও যথাযথ সম্মান ও আনন্দ উদ্দীপনায় জা্তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপিত হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জাতির পিতার আদর্শ ও দেশ প্রেমে উদ্বুদ্ধ করার লক্ষে বা্ইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ।

এ সময় লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ, জিও জোন উপ-অধিনায়ক মেজর মো. রিসালাত রাজীব, কাঞ্চন নগর চেয়ারম্যান মো. রশিদউদ্দিন চৌধুরী, সামরিক- বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও লক্ষীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামানের রাশেদের নির্দেশনায় জোনের আওতাধীন নয়া বাজার এবং দূল্যাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জন্মশতবার্ষিকী, বঙ্গবন্ধু, শিশু দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন