সোনাদিয়া দ্বীপে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

fec-image

মহেশখালী সোনাদিয়া দ্বীপে বোট ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিলো জনতা। বুধবার ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে তাদের গ্রেফতার  করেন পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলো- নুরুল কবির (৩০), পিতা-মো. হোছন, শওকত (২০), পিতা-মৃত আব্দুল খালেক, রবিউল হাসান (১৯), পিতা-সাহাবমিয়া। এ ৩ জনের বাড়ি শাপলাপুরের মিঠাছড়িতে। অপর ৩ জন হলেন-কালারমারছড়ার আঁধারঘোনার মোস্তফা কামাল প্রঃ মিসু (২২), পিতা-মাওলানা মোস্তাফিজুর রহমান, রফিকুল হাসান (১৮), পিতা-ওসমান গনি এবং ধলঘাটার জিয়াবুল (২৪) পিতা-আসদ আলী। ধৃত ডাকাতদের কাছ থেকে একটি দেশি  একনলা বন্দুক ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। ধৃত ডাকাতদের পৃথক মামলা দায়ের করে বলে জানান মহেশখালী থানা ওসি আবদুল হাই।

এদিকে স্থানীয়রা জানান, সম্প্রতি সময়ে সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করা জলদস্যুদের কয়েকজন আবারো সাগরে জলসদ্যুতার কাজে জড়িয়ে পড়ছে ফলে বিভিন্ন উপ দ্বীপে ডাকাতির বিষয়টি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। পুলিশ জানান, তাদের বিরুদ্ধে দ্রুত সময়ে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন