স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

fec-image

হোয়াইটওয়াশের কাজটা আগের দিনই সেরে ফেলেছিল ইংল্যান্ড। চতুর্থ দিন সকালে ছিল কেবল আনুষ্ঠানিকতা সারার কাজ। তাতে খুব বেশি সময় নিলেন না বেন স্টোকস আর বেন ডাকেট । আজ সকালে মাত্র ১১.১ ওভার খেলেই প্রয়োজনীয় বাকি রান তুলে নিল ইংল্যান্ড।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) করাচি টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচ টেস্ট সিরিজের সবগুলোতেই জিতল স্টোকসের দল। ঘরের মাঠে পাকিস্তান হলো হোয়াইটওয়াশড।

ম্যাচ জিততে চতুর্থ দিনে ৫৫ রান লাগত সফরকারীদের। দুই অপরাজিত ব্যাটার স্টোকস ও ডাকেট দ্রুত রান আনার ধরন নিতে থাকেন। স্রেফ ৬৭ বল খেলেই এই রান উঠিয়ে ম্যাচ শেষ করে দেন।

রান তাড়ায় নেমে ৭৮ বলে ১২ চারে অপরাজিত ৮২ রান আসে ডাকেটের ব্যাটে। অধিনায়ক স্টোকস ৪৩ বলে ৩ চারে করেন ৩৫ রান।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০৪ রানের জবাবে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ৩৫৪ রান করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২১৬ রানে আটকে দেন জ্যাক লিচ আর রেহান আহমেদ। সবচেয়ে কম বয়েসী হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন লেগ স্পিনার রেহান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড, পাকিস্তানক, হোয়াইটওয়াশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন