হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, যে সুবিধা পাওয়া যাবে

fec-image

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে। শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে। তাইতো ব্যবহারকারীদের আরো ভালো অভিজ্ঞতা দিতে নতুন নতুন ফিচার নিয়ে আসছে এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

জানা গেছে, এবার ব্যবহারকারীদের ক্যামেরার ফিচারে আসছে চমক। এরই মধ্যে আইওএস বিটা ভার্সনে নতুন ফিচারটি চোখে পড়েছে। অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের ক্যামেরার ফিচারে আসছে চমক। জুম কন্ট্রোল ফিচারে পরিবর্তন আসছে। যার অর্থ হোয়াটসঅ্যাপের ক্যামেরা অন করে ছবি তুললে এখন আরো অনায়াসে এবং মসৃনভাবে ক্যামেরা জুম করা যাবে। অ্যাপটির ২৪.৯.১০.৭৫-এর আপডেটেড ভার্সনে এই নতুন জুম কন্ট্রোল ফিচারটি পাবেন ব্যবহারকারীরা।

এর মাধ্যমে সহজেই জুম লেভেল অ্যাডজাস্ট করতে পারবেন। এর আগে ভিডিও রেকর্ডের জন্য ক্যামেরা বাটনে জোরে প্রেস করে সোয়াইপ আপ কিংবা ডাউন করে জুম করতে হত। কিন্তু এবার আরো সহজে জুম কমানো কিংবা বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড হোক কিংবা আইওএস। মাঝেমধ্যেই নতুন ফিচার যুক্ত হতে থাকে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখেই পরিবর্তন ঘটে এই প্ল্যাটফর্মে। ডিসঅ্যাপিয়ারিং অপশন থেকে স্ট্যাটাস, নানা ক্ষেত্রেই বদল ঘটিয়ে ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে হোয়াটসঅ্যাপ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: হোয়াটসঅ্যাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন