২শ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দিয়েছে মিয়ানমার

myanmer
পার্বত্যনিউজ ডেস্ক :
২শ বছরের প্রাচীন মসজিদ গুঁড়িয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী মিয়ানমারের বুথিডাওং পৌরসভার একটি প্রাচীন মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে দেশটির সেনাবাহিনী। সোমবার ভেঙে ফেলা ওই মসজিদটি ২শ বছরের প্রাচীন।

বুথিডাওংয়ের লাওয়াই ডেক গ্রামে ওই মসজিদের অবস্থান। স্থানীয় লোকমুখে জানা যায় ব্রিটিশরা আসার অাগে এমনকি আরাকান প্রদেশে ব্রিটিশদের আগমণের পূর্বে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।

ব্রিটিশ শাসনামলে মসজিদের পাশের রাস্তায় দোকানপাট, বাজার চালু হয়। ওই বাজারটি বোতলি বাজার নামেই পরিচিত। ১৯৯০ সাল থেকে মসজিদটি বন্ধ করে দেয়া হয়েছে।

অন্যমিডিয়া

এতোকিছুর পরও মিয়ানমার সরকারের দাবি, আরাকান রাজ্যের সঙ্কট নিরসনে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ প্রার্থনাসহ সব ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে সেখানকার রোহিঙ্গা মুসলিমরা। ২০১২ সাল থেকে সরকারিভাবে আরাকানের সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর প্রার্থনা করার ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে।

মিয়ানমারে বিভিন্ন শাসনামলে রোহিঙ্গাদের ঐতিহাসিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে।

সূত্র : জাগোনিউজ

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন