২০ হাজার গাছের চারা বিতরণ করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

fec-image

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জেলার উপজেলায় উপজাতীয় শরণার্থীদের মাঝে ২০ হাজার গাছের চারা বিতরণ করেছেন।

সোমবার (১৮ জুলাই) সকালে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র কার্যালয়ে এ গাছের চারা বিতরণ করেন।

এ সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, অবাধ ও নির্বিচারে চলছে বৃক্ষ নিধন চলছে। জীবিকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। গাছপালা নিয়মিত বৃষ্টিপাতে সাহায্য করে। নদীর ভাঙ্গন থেকে রক্ষা করে। পৃথিবীকে মানুষের বাসের উপযোগী করতে বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের প্রয়োজনীয়তা এখন খুবই দরকার আগামী প্রজম্মের জন্য।

পরে উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স অফিস ভবণের পাশ্বে অর্জুন চারা রোপন করেন প্রধান অতিথি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোসিত চাকমা বকুল, বনায়ন সমাজিক কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার মো. আশিকুল হক, রিজোনাল ম্যানেজার মো. নূরু আলম, এরিয়া ম্যানেজার মো. কামাল হোসেনসহ পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুজেন্দ্র লাল ত্রিপুরা, চারা বিতরণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন