৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নিউ জিল্যান্ড

fec-image

নিউ জিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (২৪ এপ্রিল) দ্বীপপুঞ্জে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তি ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

প্রথমে ৭ দশমিক ৩ মাত্রার কথা জানালেও পরিবর্তীতে ৭ দশমিক ১ মাত্রায় নামিয়ে আনে ইউএসজিএস। এখন পর্যন্ত কোনও সুনামির সতর্কবার্তা দেওয়া হয়নি। তবে উপকূলের কাছাকাছি বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যাওয়ার’ আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে ভূমিকম্পের সুনামির আশঙ্কা এখন আর নেই। তবে ভূমিকম্পের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে নিউ জিল্যান্ডে। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

নিউ জিল্যান্ডে সবচেয়ে বড় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছিল ২০০৪ সালের ডিসেম্বরে। এর মাত্রা ছিল ৮ দশমিক ১
সূত্র: রয়টার্স

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন