টেকনাফ উপকূল:

৮ দিন ধরে হদিস মিলছেনা ফিশিং বোটসহ ৬ জেলের

fec-image

৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মাঝিসহ কক্সবাজার টেকনাফের ৬ জেলে। গত ৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার বাহার ছড়া ইউনিয়নের শামলাপুর দক্ষিণ ঘাট দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে বের হয়। এরপর থেকে ৮ দিন ধরে আর হদিস পাওয়া যাচ্ছে না মাছধরার নৌকাসহ জেলেদের।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে এ সংক্রান্ত টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মাছ ধরার ফিশিং বোটের অংশীদার হেলাল উদ্দিন।

নিখোঁজরা হচ্ছেন উপজেলার বাহার ছড়া ইউনিয়নের পুরান পাড়ার নাছির আহমদের ছেলে হাবিব উল্লাহ (৪৪), আব্দু সালামের ছেলে ছলিম উল্লাহ (৩৯), শীল খলী গ্রামের ছৈয়দ উল্লাহ”র ছেলে মুহাম্মুদুর রহমান (৩২), দক্ষিণ শীল খালী গ্রামের অলী আহমদের ছেলে ছৈয়দ আলম (৪২), চকরিয়া উপজেলার ডোলাহাজারা এলাকার মীর আহমদের ছেলে আলী হোছন (২৯), চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার আমিলাইষের মৃত আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ সোহেল (৩২)।

তিনি জানান, নৌকাটির অপর অংশীদার ও মাঝি হাবিব উল্লাহসহ মোট ছয় জন জেলে গত শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার সময় সাগরে মাছ ধরার জন্য রওয়ানা দেয়। তারপর দিন থেকে মোবাইল সংযোগ পাওয়া যাচ্ছিলো তাদের সাথে। ধারণা করা হচ্ছে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে গভীর সাগরে ভাসছে তারা। মোবাইল নেটওয়ার্ক এর বাহিরে চলে যাওয়ায় হয়তো তাদের হদিস পাওয়া যাচ্ছে না। ” তাই এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি থানায় লিপিবদ্ধ করেছি।

তিনি আরো জানান, মাছ ধরার ফিশিং বোটে ১৪-১৫ দিন খাওয়ার মত প্রয়োজনীয় খাওয়া রয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ জানান, ‌‌‌‌‌‌‌‌এ বিষয়টি অবহিত হয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন