বুকে শোকের কালো ব্যাচ ধারণ করে সহকর্মীর মৃত্যুতে যিনি দায়িত্ব নিয়েছিলেন, আজ তার জন্য শোক

unnamed-copy

মহেশখালী প্রতিনিধি:

একদিন বুকে শোকের কালো ব্যাচ ধারণ করে রাজনৈতিক সহকর্মীর মৃত্যুতে যিনি দায়িত্ব নিয়েছিলেন, আজ তার জন্য শোক হয়। এইতো জীবন। কেউ দুদিন আগে কেউ দুদিন পর। তাই তো শিল্পী ফিরোজ সাঁই মৃত্যুর গান ” এক সেকেন্ডের  নাই ভরসা বন্ধ হইব রং তামাশা, দম ফুরাইলে হায়..রে  চক্ষু মুদিলে” এই গানটি গাইতে গাইতে স্ট্যাজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন গায়ক।

ঠিক তেমনি আরেকটি মৃত্যু। তিনি মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সদ্য যোগদান করা প্রবীন রাজনৈতিক ব্যক্তি ও সাবেক মেম্বার কবির আহমদ (৫০)। বুধবার সকাল সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মহেশখালী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।  (ইন্না লিল্লাহি ওয়া.. রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তার মৃত্যুতে গভীর শোকে মুহ্যমান তার সহকর্মী আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।  তিনি কুতুবজুমের মরহুম সুয়াদারের পুত্র। তিনি মৃত্যুর পুবে দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। জানা যায়, গত ৩ জুলাই কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর নাগু মেম্বার সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর এই কবির আহমদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ ও কুতুবজুম ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন মহল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন