জলদস্যুতার অভিযোগে মহেশখালীর ফারুক মাঝি আটক


সাগরে ডাকাতির শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়া জেলে খাইরুল আমিন-এর (হরাতি মাঝি) অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশের হাতে আটক হয়েছেন মহেশখালীর ঘোনাপাড়ার বাসিন্দা ফারুক মাঝি। তার বিরুদ্ধে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারে হামলা ও লুটপাটের অভিযোগ রয়েছে।
গত জুমাবার (১৩ সেপ্টেম্বর) ভুক্তভোগী জেলে খাইরুল আমিন জানান, মাছ ধরার সময় একদল সশস্ত্র জলদস্যু তাদের ট্রলারে হামলা চালায়। অস্ত্রের মুখে তাদের জিম্মি করে তারা ট্রলারে থাকা প্রায় ৩ হাজার ইলিশ মাছ এবং ৬০ পিস জাল লুট করে পালিয়ে যায়। বাধা দিলে ডাকাত দল জেলেদের ওপর হামলা চালায় এবং ট্রলার ভাঙচুর করেন। খাইরুল আমিন জানান, গত তিন বছরে একাধিকবার তারা এই একই জলদস্যু চক্রের শিকার হয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে গতরাতে ফারুক মাঝিকে আটক করেন। ২৪ সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।