মিয়ানমারের অভ্যন্তরে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ : ব্যাপক গোলাগুলির শব্দ


নাইক্ষ্যংছড়ির টারগুছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫৫ হতে আনুমানিক ২ কিলো মিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে অংশন পাড়া (আরাকান টিলা) নামক এলাকায় দুই সশস্ত্র বিদ্রোহী গ্রুপের মধ্যে গোলাগুলির শব্দ শোনা গেছে।
২০ সেপ্টেম্বর আনুমানিক সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ টারগুছড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৫৫ হতে আনুমানিক ২ কি.মি. দূরে মিয়ানমারের অভ্যন্তরে অংশন পাড়া (আরাকান টিলা) নামক এলাকায় ARSA এবং AA মধ্যে থেমে থেমে ৪০০-৪৫০ রাউন্ড ক্ষুদ্রাস্ত্র ফায়ার এবং আনুমানিক ৬-৮ রাউন্ড মর্টারশেল ফায়ার এর শব্দ শোনা যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
সূত্রে আরো জানা যায়, উক্ত এলাকায় ARSA ও AA মধ্যে সংঘর্ষ চলমান রয়েছে। তবে উক্ত গোলাগুলিতে হতাহত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখিত এলাকায় ARSA ও আরাকান আর্মির মধ্যে সশস্ত্র সংঘর্ষ পরিস্থিতি বিরাজ করছে, যা সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা বৃদ্ধি করতে পারে বলে জানা গেছে।
আরও জানা যায়, উক্ত এলাকায় ARSA সদস্যরা AA ক্যাম্প সমূহের চারপাশের বিভিন্ন স্থানে এ্যাম্বুশ পেতে ঘেরাও করে রেখেছে। এতে সংঘর্ষ দীর্ঘস্থায়ী হলে রোহিঙ্গা শরণার্থী সহ উক্ত এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী অনুপ্রবেশ এমনকি আরাকান আর্মি সদস্যের অনুপ্রবেশ এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি বাড়বে বলে জানায় স্থানীয়রা।