রাঙামাটিতে খাজা গরীব নেওয়াজ ওরশ উপলক্ষ্যে আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

খাজা গরীব নেওয়াজ (রহ:) ওরশ শরীফ ও সুন্নী কনফারেন্স উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে আজিমুশশান মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১এপ্রিল) রাতে জেলা শহরের রিজার্বমুখ এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

প্রধান ওয়ায়েজ ছিলেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্জ্ব আল্লামা গাজী গোলাম মোস্তফা।

রিজার্ভমুখ মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব জসীম উদ্দীন নুরী, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাও. মোহাম্মদ সিরাজুল ইসলাম, কাউখালী পোয়া পাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হেড মাও. সাইদুল হক নঈমী।

মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, রিজার্ভমুখ সুন্নী সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মাও. মোহাম্মদ নাজমুল হক ইয়েমেনী।

মাহফিলে বক্তারা খাজা গরীবের নেওয়াজের আদর্শিক জীবন ব্যবস্থা সম্পর্কে তুলে ধরে জানান, ভারত বর্ষে আল্লাহর এ ওলির হাত ধরে ইসলাম ধর্ম প্রচার হতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ভারত বর্ষে জুড়ে আজ কোটি কোটি মুসলমান।

আল্লাহর এ ওলির জীবন ব্যবস্থাকে কেউ যদি আদর্শ করে জীবন কাটিয়ে দেয় তাহলে তার ইহকাল পরকালের জন্য কোন চিন্তা করতে হবে বলে জানান বক্তারা।

আলোচনা শেষে মিলাদ-মাহফিল এবং মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে আগত আশেকান বক্তদের মাঝে তোবারুক বিতরণ করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন