রাঙামাটিতে দেড় হাজার বিএনপি নেতা-কর্মী আ’লীগে যোগদান

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

সারাদেশের ন্যায় রাঙামাটিতে নৌকার জয়জয়কার। যেখানে আ’লীগে নির্বাচনী সমাবেশ করেছে সেখানে বিএনপি’র নেতা-কর্মীরা দলে দলে আ’লীগে যোগদান করেছে।

দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- নৌকার পালে হাওয়া লেগেছে। এবার তাই হচ্ছে। নৌকার পালে হাওয়া লেগেছে।  রাঙামাটি আসনে আ’লীগের প্রার্থী দীপংকর তালুকদার খোশ মেজাজে পুরো জেলা চষে বেড়িয়েছেন।  আর যেখানে গেছেন সেখানে পেয়েছেন ব্যাপক সাড়া। বর্তমান প্রেক্ষাপটে আ’লীগের নেতা-কর্মীরা সকলে একাত্র। কাজ করছেন বিদ্যুৎ গতিতে।  দম ফেলার ফুসরত নেই।

আ’লীগের নির্বাচনী প্রচারণায় গত কয়েকদিনে দেড় হাজারেরও অধিক বিএনপি নেতা-কর্মী আ’লীগে যোগদান করেছেন। এদের মধ্যে  কেন্দ্রীয় বিএনপির নেতাও রয়েছেন।

গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় আ’লীগের দলীয় কার্যালয়ে এসে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করেন- কেন্দ্রীয় বিএনপি’র সদস্য রবিন্দ্র লাল চাকমার নেতৃত্বে বিএনপি’র ৫০ নেতা-কর্মী।

অপরদিকে একই দিন রাতে আ’লীগের নির্বাচনী প্রচারণার শেষ দিনে বনরূপা শহরে শ্রমিক দলের নেতা তাজুল ইসলামের নেতৃত্বে ৫০জন বিএনপি নেতা-কর্মী এবং  নজরুল ‘স’ মিলের বিএনপি সমর্থক ৫০জন কর্মী আ’লীগে যোগদান করেন। তাদের বরণ করে নেন আ’লীগের প্রার্থী দীপংকর দালুকদার।

এদিকে বাঘাইছড়ি উপজেলায় সম্প্রতি সময়ে আ’লীগে নির্বাচনী প্রচারণা সভায় ৭০০  বিএনপি নেতা-কর্মী আ’লীগে যোগদান করে। সর্বশেষ ২৭ ডিসেম্বর সন্ধ্যায় এবার বাঘাইছড়িতে ৪০০জন বিএনপি নেতা-কর্মী আ’লীগে যোগদান করেছেন বলে বাঘাইছড়ি উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি’র নেতা-কর্মীদের যোগদানের পর থেকে আ’লীগ আরও চাঙ্গা হয়ে উঠেছে।  চষে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। তবে শেষ খেলা হবে ৩০ ডিসেম্বর। কে এবার রাঙামাটি আসনটি ছিনিয়ে নিবেন। সময় সেই কথা বলবে।

এ ব্যাপারে রাঙামাটি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর জানান- রাঙামাটি আসনে নৌকার প্রার্থী দীপংকর তালুকদার বিপুল ভোটে বিজয়ী হবেন। কারণ মানুষ জানে কারা পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কারা অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। কাদের দ্বারা পাহাড়ে ভবিষ্যতে আরও উন্নয়ন হবে।

আ’লীগের এ নেতা  আরও জানান- সবকিছু  ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর আ’লীগের প্রার্থী দীপংকর তালুকদার বিজয়ী হবেন এবং এ আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন