অস্ট্রেলিয়াকে দুইশোর আগেই গুটিয়ে দিল ভারত


ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দুইশো রানের আগে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়েছে ভারত।
রবিবার (৮ অক্টোবর) এম এ চিডাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করে ১৯৯ রানে অলআউট হয়েছে অজিরা।
টস জিতে ব্যাটিংয়ের নেমে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় ওভারে জাসপ্রিত বুমরাহ বলে রানের খাতা না খুলেই বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মিচেল মার্শ। এরপর ক্রিজে আছেন স্টিভেন স্মিথ। তাকে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ডেভিড ওয়ার্নার। তবে দলীয় ৭৪ রানে ৫২ বলে ৪১ রানে আউট হন ওয়ার্নার।
এরপর ক্রিজে আছেন মার্নাস লেবুশানে। তাকে নিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ হন স্টিভেন স্মিথ। দলীয় ১১০ রানে ৭১ বলে ৪৬ রান করে আউট হন তিনি। এরপর দ্রুত ৪ উইকেট অস্ট্রেলিয়া। এরপর হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন অধিনায়ক প্যাট কামিন্স। দলীয় ১৬৫ রানে ২৪ বলে ১৫ রানে আউট তিনি। এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৪৯ ওভার ৩ বলে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ৩টি উইকেট নেন।