ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

বাংলাদেশ দলকে শুভকমনা জানালো আর্জেন্টিনা

fec-image

ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে আগামীকাল আফগানিস্তান ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ সময় সকাল ১১টায় ধর্মশালায় ম্যাচটি শুরু হবে। তার আগে আজ বাংলাদেশ দলকে শুভকমনা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

শুভকামনা জানিয়ে এএফএ নিজেদের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা, তারা ২০২৩ আইসিসি বিশ্বকাপের যাত্রা শুরু করছে। চ্যাম্পিয়ন হওয়ার চেতনা আপনাদের জয়ের পথে পরিচালিত করুক।’

এর আগে গত মার্চে বাংলাদেশ অধিনায়ক সাকিবের জন্য দেশটির ক্রিকেট দল একটি জার্সি পাঠিয়েছিল। আইরিশ ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড সাকিবের হাতে সেই জার্সি তুলে দেন।

বাংলাদেশ-আর্জেন্টিনা সম্পর্ক দৃঢ় হয় ২০২২ ফুটবল বিশ্বকাপে। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের প্রতি বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা অভিভূত করে গোটা আর্জেন্টিনাকে। এই ঘটনায় বাংলাদেশ-আর্জেন্টিনা কূটনৈতিক সম্পর্কও জোরালো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, ক্রিকেট বিশ্বকাপ ২০২৩, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন