আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ছেন কোচ স্কালোনি!

fec-image

সময়ের সফলতম কোচদের একজন লিওনেল স্কালোনি। যার কোচিংয়ে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে ২০২২ সালে জেতে ফিফা ওয়ার্ল্ডকাপ। লিওনেল মেসিরা উঠেছেন সাফল্যের চূড়ায়। আজ মারাকানায় ব্রাজিলকে তাদের ঘরের মাঠে হারিয়েছে আর্জেন্টিনা। কিন্তু এরপর তাদের জন্য হাজির হয়েছে অনেক বড় এক অস্বস্তি। সেই জয়ের পরই রীতিমতো বোমা ফাটানো তথ্য দিলেন স্কালোনি। ম্যাচ শেষে দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে তার বিদায়ের ইঙ্গিত।

লিওনেল স্কালোনি বলেন, ‘এখন সময় এসেছে বল থামানোর এবং চিন্তা ভাবনা শুরু করার। এই খেলোয়াড়রা আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি আমার ভবিষ্যত নিয়ে কী করতে যাচ্ছি তা নিয়ে আমাকে অনেক ভাবতে হবে।’

এই কথায় স্পষ্ট যে তিনি নতুন শুরুর সন্ধানে যেতে চান। তার পরের অংশে আবার রহস্য রেখে কথা বললেন।

বলেছেন, ‘এটি বিদায় নয়, তবে এই গোলবারটি এখন অনেক উঁচু, আর্জেন্টিনার তাই এখন প্রচুর শক্তির প্রয়োজন, তাই আমার পক্ষে এই দায়িত্ব চালিয়ে নেওয়া হবে কঠিন, জয় এনে দেওয়াও হবে সামনে বন্ধুর। তাও সময় এসেছে ভাবার। কারণ এই মুহূর্তে দলের এমন একজন কোচ দরকার যার সর্বোচ্চ শক্তি আছে এবং সে ভালো আছে।’

মাঠে উপস্থিত আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসির সাংবাদিক হোয়াকিন ব্রুনো জানিয়েছেন, কোচিং স্টাফদের সঙ্গে ম্যাচের পর ‘শেষ ছবি’ তুলে রেখেছেন স্কালোনি। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো স্কালোনি কেন হুট করে দায়িত্ব ছাড়তে চাইছেন সেটি অবশ্য নিশ্চিত করে জানা যায়নি এখনও। তবে তিনি বলছেন, আলবিসেলেস্তেদের জন্য এখন আরও বেশি এনার্জি আছে এমন কাউকে দরকার।

ব্রাজিল ম্যাচের পর স্কালোনি আরও বলেন, ‘এটা আসলে বিদায় নয়। কিন্তু প্রত্যাশাটা এখন অনেক উঁচুতে আর এখন আমার জন্য চালিয়ে যাওয়া ও জিততে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এই ছেলেরা কঠিন করে ফেলেছে। এটা আসলে ভাবার সময়। আমি প্রেসিডেন্টকে (আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন) জানাবো। ফুটবলারদের পরে বলবো কারণ এই জাতীয় দলের আরও বেশি এনার্জিওয়ালা কাউকে দরকার।’

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, কোচ স্কালোনি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন