আজ রাঙামাটি নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


আজ শনিবার (২৩ ডিসেম্বর) ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । এর অংশ হিসেবে শনিবার বিকাল ৩টায় রাঙামাটির নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রান্ত থেকে ছয়টি জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। তিনি পর্যায়ক্রমে খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন।