আমার প্রেম এখন লকড হয়ে গেছে : পরীমণি
নানা কারণে আলোচিত-সমালোচিত ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। যার ব্যক্তিজীবনকে ঘিরে ভক্তদেরও আগ্রহের কমতি নেই। বিশেষ করে নিজের প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে দীর্ঘ আড্ডায় মেতেছিলেন এই নায়িকা। যেখানে কথা বলেছেন ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও ছেলে পূর্ণকে নিয়ে।
পরীকে প্রশ্ন করা হয়, এখনও প্রেমে বিশ্বাস আছে কি না, জবাবে নায়িকা বলেন— ‘না, আমার প্রেম এখন লকড হয়ে গেছে। ছেলে পূর্ণকে ঘিরেই এখন আমার প্রেম। তার ডায়াপার থেকে সবকিছুর সঙ্গে আমি প্রেমে জড়িয়ে আছি।’
বাস্তব জীবনে এই নায়িকাকে জেলেও থাকতে হয়েছিল। সাক্ষাৎকারে উঠে এসেছিল সেই প্রসঙ্গ। পরীমণি, ‘২৭ দিন জেলে ছিলাম। অভিজ্ঞতা লিখে রেখেছি, ছেলে বড় হলে পড়বে। পরী জেলে গেল, এটা সবাই জানেন, আর মামলাটা যে খারিজ হয়ে গেল, সেটা অনেকেই জানেন না। মানে এই বিষয় কোথাও প্রচার হতে দেখলাম না।’
এছাড়া প্রথমদিকে সন্তানের নাম রাজ্য রেখেছিলেন পরীমণি। পরে সেই নামটি পাল্টে রেখেছেন তিনি। সত্যিকার অর্থে ছেলের নাম কী—এমন প্রশ্নে পরীর ভাষ্য, ‘রাজ আর আমার ডিভোর্সের কথা হচ্ছিল যখন, তখন থেকেই বাসায় ছেলেকে এখন আর রাজ্য বলে কেউ ডাকে না। নানাভাইয়ের দেওয়া পূর্ণ নামেই ডাকে। কাগজে–কলমে ওর নাম শাহীন মুহম্মদ পূর্ণ। আর আমি ডাকি পদ্মফুল।’
পরীমণি স্মৃতিচারণা করছেন প্রয়াত নানাভাইকে নিয়েও। তিনি বললেন, ‘এখনও ভুলে যাই যে নানাভাই নেই। ঈদের শপিংয়ের কথা উঠতেই সবার প্রথমে নানাভাইয়ের কথা ভাবি, কল দিতে যাই। কিন্তু পরে মনে হয়, নানাভাই তো নেই।’
প্রসঙ্গত, পরী বর্তমানে কাজ করছেন ওপার বাংলার ‘ফেলুবক্সী’ সিনেমায়। যেটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। এখানে পরীর সহশিল্পী হিসেবে রয়েছেন সোহম ও মধুমিতা সরকার। এদিকে, দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে এ অভিনেত্রীর সদ্য শেষ করা চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা পরিচালনা করেছেন রেজা ঘটক।