আরাফাত রহমান কোকোর শাশুড়ি মারা গেছেন


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শাশুড়ি এসইউএফ মুকরেমা রেজা মারা গেছেন। গত শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মুকরেমা রেজা ২ ছেলে, ১ মেয়ে এবং আত্মীয়-স্বজন, বহু শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ নানান জটিল রোগে ভুগছিলেন।
মুকরেমা রেজার নামাজে জানাজা আজ রোববার বাদ আসর রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হবে।
ঘটনাপ্রবাহ: চেয়ারপারসন, বিএনপি
Facebook Comment