নাইক্ষ্যংছড়ির ২ ইউনিয়ন ও রামুর ১১ ইউনিয়ন

ইউপি নির্বাচনে নৌকার টিকেট পেলেন যারা

fec-image

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য কক্সবাজারের রামু উপজেলার ১১টি নাইক্ষ্যংছড়ির ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোট ১৩ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন দেয়া হয়েছে।

রামুর ১১ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের এসব প্রার্থীরা হলেন- রামুর সদর ফতেখাঁরকুলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, চাকমারকুলে বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ ইউনিয়নে যুবলীগ নেতা ওসমান সরওয়ার মামুন, খুনিয়াপালংয়ে বর্তমান চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়িতে মহিলা আওয়ামী লীগ নেত্রী খোদেস্তা বেগম রীনা, ঈদগড়ে আওয়ামী লীগ নেতা নুরুল আলম, গর্জনিয়ায় আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, কচ্ছপিয়ায় সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী, রাজারকুলে সরওয়ার কামাল সোহেল ও রশিদনগরে ছাত্রলীগ নেতা মোয়াজ্জম মোর্শেদ। অপরদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউনিয়নের বাইশারীতে মো. আলম কোম্পানি ও দোছড়িতে মো. ইমরান মেম্বারকে দলটি নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এদের নাম ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন