ইরাক ও সিরিয়ায় আমেরিকার ৫ ঘাঁটিতে হামলা
ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা সিরিয়া এবং ইরাকের ভেতরে পাঁচটি মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতি মার্কিন সরকার যে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা হলো।
ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটের সঙ্গে সম্পর্কযুক্ত ইরাকের সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, আজ (রোববার) সকালে সিরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলীয় হাসাকা প্রদেশে আল-সাদ্দাদি এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
এর আগে হাসাকে প্রদেশের খিরবাত আদনান গ্রাম ও জর্দান সীমান্তবর্তী রুকবান এলাকায় দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে কয়েকটি কম্ব্যাট ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আরেকটি আলাদা বিবৃতিতে পপুলার ইউনিট জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশের কনকো গ্যাস ফিল্ডের কাছে মার্কিন সেনাদের ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া, ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত আইন আল-আসাদ ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।