সমন্বয়কের পিতা হত্যার ঘটনায় মামলা

ঈদগাঁওয়ে তিন দিনেও গ্রেফতার হয়নি ঘাতক

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সমন্বয়ক সাদিদুল হুদা চৌধুরীর পিতা হাবিবুল হুদা চৌধুরী (৬৭) হত্যার ঘটনায় সুনির্দিষ্ট ১৭ জনসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন সন্ত্রাসীকে আসামি করে বাদী হয়ে মামলা করেছেন নিহতের ছেলে এডভোকেট আবিদুল হুদা চৌধুরী।
মামলায় প্রধান আসামি করা হয় ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মশিউর রহমান রবিবার ১৭ মার্চ মামলাটি রেকর্ড করা হয় বলে জানান। যার মামলা নং জিআর ০৮/২০২৫।
এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের পর তিনদিন অতিবাহিত হলেও থানা পুলিশ এখনো কোন ঘাতককে আটক করতে পারেনি। এতে করে পুলিশের ভূমিকা জনমনে প্রশ্নবিদ্ধ হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ মার্চ ) রাতে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের সিকদারপাড়ায় জায়গা বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন উক্ত হাবিবুল হুদা চৌধুরী। যিনি এলাকায় ভিসিআর কালু হিসেবে পরিচিত ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন