ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত যুবক ফিরল মুক্তিপণে!
কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত যুবক মুক্তিপণের বিনিময়ে পরিবারে ফিরেছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবির জানান, অপহরণের ঘন্টাকাল পরই ২০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে অপহরণের শিকার যুবকটি পরিবারে ফিরে এসেছে বলে যুবকের পরিবার তাকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ মার্চ রাত ৮ টার দিকে ঈদগাঁও থেকে মোটরসাইকেলযোগে ঈদগড় যাওয়ার পথে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা পৌঁছামাত্রই সংঘবদ্ধ অপহরণ চক্র কর্তৃক অপহরণের শিকার হন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ড খন্দকার পাড়া এলাকার বাসিন্দা ফয়েজ আহমেদের ছেলে রুহুল আমিন। এর পরপরই তার পেছনে যাওয়া অন্য গাড়ির যাত্রীরা সড়কস্থ বন এলাকায় মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখে নিশ্চিত হন কেউ অপহরণের শিকার হয়েছে। এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে প্রশাসন জনগণের সহায়তায় তাকে উদ্ধারে ঘটনাস্থল ও আশপাশের পাহাড়ি বনে অভিযান অব্যাহত রাখে।
এদিকে দীর্ঘদিন উক্ত সড়কে ডাকাতি, অপহরণ বন্ধ ছিল। সম্প্রতি তা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ জনপদে চলাচলকারী লাখো জনগোষ্ঠীর দাবি সড়কে পুলিশ টহল জোরদার করা।