ঈদগাহ’র বহুতল ভবন থেকে সৌদি আরব ফেরত যুুবকের লাশ উদ্ধার
কক্সবাজার সদরের ঈদগাঁহ বাস স্টেশনস্থ এক বহুুুতল ভবনের এক কক্ষ থেকে হাসান নামের সৌদি আরব ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিভিন্ন সুত্রে পাওয়া তথ্যমতে ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আসাদুজ্জমানের নেতৃত্বে এসআই কাজী আবুল বাসারের সমন্বয়ে পুলিশ দল শামসুল আলমের মালিকানাধীন বহুতল ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল তৈরি পুর্বক ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
উদ্ধারকারী কর্মকর্তা জানান, লাশটির মুখে হালকা রক্ত দেখা গেছে। মৃৃৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলেই নিশ্চত হওয়া যাবে।
স্থানীয় জানান, যুবকটির জন্ম সৌদি আরবে।তবে সে বিগত এক বছর পুর্ব থেকে বাংলাদেশে এসেছে এবং ঈদগাঁহে অবস্থান করছে।এছাড়া তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।পুর্ণাঙ্গ তথ্য পেলে আসল পরিচয় জানা যাবে।