১৩২ প্রেক্ষাগৃহে প্রদর্শনী

ঈদে আজ মুক্তি পাচ্ছে তাণ্ডব

fec-image

পবিত্র ঈদুল আজহার সকালে সিনেমাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশীয় চলচ্চিত্র জগত। ঈদের বিশেষ এই দিনে মুক্তি পেয়েছে প্রতীক্ষিত চলচ্চিত্র ‘তাণ্ডব’, যেটি দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে।

রায়হান রাফীর পরিচালনায় নির্মিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান। ঈদ উপলক্ষে দেশের ছয়টি সিনেমা মুক্তি পেলেও ‘তাণ্ডব’ নিয়ে দর্শকের আগ্রহ সবচেয়ে বেশি। প্রযোজনা সংস্থা জানিয়েছে, আজ থেকেই সিনেমাটি সারা দেশের বিভিন্ন হলে দেখা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমাটির প্রথম সপ্তাহের হল তালিকার একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বছরের সর্ববৃহৎ মুক্তি! দেখে নিন, ‘তাণ্ডব’-এর প্রথম সপ্তাহের প্রেক্ষাগৃহ তালিকা। আপনাদের সবাইকে ঈদ মোবারক।’

নির্মাতা রায়হান রাফীর এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ আরও অনেকে।

সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই ‘তাণ্ডব’ নিয়ে বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘লেচুর বাগান’ নামের একটি আইটেম গান সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

এই আইটেম গানটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। গানটিতে শাকিব খানের সঙ্গে সাবিলার নাচ এবং পর্দায় উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটির মুক্তিকে ঘিরে হলে হলে দর্শকের ভিড় প্রত্যাশা করছে প্রযোজনা সংস্থা। ঈদ উৎসবকে কেন্দ্র করে নতুন ছবির এমন মুক্তি আবারও প্রাণ ফেরাবে প্রেক্ষাগৃহে—এমনটাই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আজ মুক্তি, তাণ্ডব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন