উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে নয় হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুজন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। গত মঙ্গলবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৯ (ব্লক-এফ ৮) এর আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২০) ও ক্যাম্প ১০ ( ব্লক-জি ১৭) এর মৃত আনোয়ার আলী ছেলে সৈয়দ নুর (৪০)।
র্যাব সূত্রে জানা গেছে, কক্সবাজার র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদ পেয়ে রাজাপালং ইউপিস্থ বাংলাদেশ টেলিভিশন টাওয়ার এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালালে ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।