উখিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার


কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরের দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বড় ইনানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিবুন নেসা(১৯) ওই গ্রামের মোহাম্মদ ফেরদৌসের স্ত্রী।
সন্ধ্যার দিকে উখিয়া হাসপাতাল থেকে তার লাশ উখিয়া থানা কম্পাউন্ডে নিয়ে আসা হয়।
নাজিবুন নেসার নিজ বাড়ি চট্টগ্রাম শহরের হালিশহরে। দুই বছর আগে প্রেমের সুবাধে ফেরদৌসের সাথে তার বিয়ে হয়। তাদের ঘরে ৮ মাসের এক কন্যা সন্তান আছে।
নিহতের বাবা আব্দুল কাদের জানান, তার মেয়েকে হত্যা করেছে শশুড়বাড়ির লোকজন।
তিনি বলেন, “আমার মেয়েকে তার শশুড়বাড়ির লোকজন নির্যাতন করতো। তারা যখন যা চেয়েছে দিয়েছি অথচ আমার মেয়েটাকে মরতে হলো।
তবে নিহতের স্বামীর পরিবারের দাবি নাজিবুন নেছা আত্নহত্যা করেছে। দুপুরে নাজিবুন নেসার ননদ জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে সে পরিবারের অন্যান্যদের ডাকলে সিলিং কেটে রুম খোলা হয়। স্থানীয় ডাক্তার আনা হলে সে মারা গেছে বলে জানায়, উখিয়া হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেও তার মৃত্যুর কথা বলা হয়।
এ প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, “ঘটনাটি হত্যা নাকি আত্নহত্যা আমরা খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
নিউজটি ভিডিওতে দেখুন: