উখিয়ায় বিজিবি’র অভিযানে ইয়াবাসহ আটক-১
কক্সবাজার-টেকনাফ সড়কে মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী অটো রিকশা গাড়ি তল্লাশী চালিয়ে ৯হাজার ৮শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন, উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মোহাম্মদ ইব্রাহীমের ছেলে মো. ইমরান (১৮)।
৩১ জানুয়ারি (শুক্রবার) সকাল দশটার দিকে এ অভিযান চালানো হয়। পরে বিকালে তাকে থানায় সোপর্দ্দ করা হয়।
মরিচ্যা যৌথ চেকপোস্টের হাবিলদার শরীফুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, উখিয়ার বালুখালী থেকে কক্সবাজারগামী যাত্রীবাহি অটোরিকশা তল্লাশী চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ
Facebook Comment